ফতুল্লা স্টেডিয়াম পেতে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়কে বাফুফের আনুষ্ঠানিক চিঠি
বিরক্ত ফুটবল সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফের নতুন সংকটের নাম যে মাঠ ! চলছে একাধিক লিগ, কমলাপুর স্টেডিয়ামে দিনে সর্বোচ্চ পাঁচ ম্যাচও হয়। তাই নিচের সারির লিগগুলো পরিচালনায় ফতুল্লা স্টেডিয়াম পছন্দ ফেডারেশনের। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান এমনকী ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সাথেও কথা হয়েছে। কিন্তু তাতে এখনো ভেন্যু জটিলতা কাটেনি।
জাতীয় ক্রীড়া পরিষদের গড়া স্থাপনাটি মূলত ক্রিকেটের জন্য বরাদ্দ দেয়া। কিন্তু পানি নিষ্কাষনের দূরবস্থার জন্য অহরহ ব্যহত হয় ঘরোয়া লিগের খেলা। সে তুলনায় খুব সহজেই ফুটবল আয়োজন সম্ভব খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ।
এতো দিন মৌখিক আলোচনায় সীমাবদ্ধ থাকলেও এবার মন্ত্রাণালয় ও বিসিবি কে মাঠ চেয়ে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাফুফে ।
অথচ ফতুল্লায় চলতি মাসেই শুরু হতে চলা জাতীয় লিগ আয়োজনের পরিকল্পনা ক্রিকেট বোর্ডের ।
Discussion about this post