নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ক্রিকেটের অন্যতম ভেন্যু। আর এই মাঠটিকেই আগামীতে কয়েক মাসের জন্য ব্যবহার করতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই পরিকল্পনার কথা বলতেই মঙ্গলবার বিকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতিকে ফোন করেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
এক ভিডিও বার্তায় ঘটনার বিস্তারিত তুলে ধরেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বাফুফে সভাপতির কথোপকথন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল আহসান পাপনের বিকালে ফোনে কথা হয়েছে।
ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি বাফুফে বছরে তিন থেকে চার মাস কীভাবে ব্যবহার করতে পারে সে বিষয়টি নিয়েই।’
এর পরই এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘বাফুফে সভাপতি বিসিবি সভাপতিকে বলেছেন, ফুটবলের অনেক খেলা চলছে। বেশ কিছু প্রতিযোগিতাও আছে। তাই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে লিগের খেলাগুলো ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আলোচনা করে আয়োজন করা যায় কিনা।’
এখন বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় বাফুফে। আবু নাইম সোহাগ বলেছেন, ‘বিসিবি সভাপতিকে আমাদের ইচ্ছাটা জানানো হয়েছে। বিসিবি সভাপতি বলেছেন, তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন।’
Discussion about this post