তাৎক্ষনিকভাবে এমন হামলার ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জনসাধারণ নিজেদের মদ্যে আলোচনায় বলেন, এক নজরুল অভিযোগ করছে আরেক নজরুলের বিরুদ্ধে আবার এই দুই নজরুলের দ্বন্ধ থামাতে আরেক নজরুল তার পুলিশ বাহিনী নিয়ে আড়াইহাজারের রাজনৈতিক পরিস্থিতি শান্ত করতে চেষ্টা চালাচ্ছে ! আড়াইহাজারে চলছে তিন নজরুলের কান্ড !
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হামলায় কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের উপর হামলা চালানোর অভেোগ উঠেছে । এ হামলায় ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কৃষ্ণপুরা এলাকার বিএনপি নেতা জুয়েল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মটর সাইকেলে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুর করা হয়েছে ।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য জুয়েল আহমদের অভিযোগ, বিকেল চারটার দিকে নজরুল ইসলাম আজাদ নিমন্ত্রণে আড়াইহাজারে কৃষ্ণপুরায় তার বাড়িতে আসেন। খাওয়ার সময় সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি ছাত্রলীগ নেতা শরীফ ও আওয়ামী লীগ নেতা শামীমের নেতৃত্বে শতাধিক লোক দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার বাড়ির গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা ভাত খাওয়া অবস্থায় বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের উপর হামলা চালায়। হামলাকারীরা নজরুল ইসলাম আজাদের পাজেরো জিপটিসহ বেশ কয়েকটি মোটর সাইকেল ভাঙচুর করে এবং মোটর সাইকেল পুড়িয়ে ফেলে।
এই হামলায় আহত হয়েছেন জুয়েল আহমদ, আকবর হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, ইয়াছিন, কালামসহ ৮ জন বিএনপি নেতা-কর্মী । আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমন হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ গণমাধ্যম কে বলেন, আমি শতভাগ নিশ্চিত এই হামলা চালিয়েছে নজরুল ইসলাম বাবুর লোকজন । নজরুল ইসলাম বাবুর ইন্দনেই এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে ।
খবর পেয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি বলেন, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ কেউ করেননি।
Discussion about this post