নারায়ণগঞ্জে প্রথম প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত করা হয়। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছিল নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ করোনার হটস্পট হওয়ায় সবাইকে দ্রুত করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
রোববার ৭ জানুয়ারী দুপুরে ৩০০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে করোনার টিকা প্রদান কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম উপস্থিত ছিলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনামতে করোনার ভ্যাকসিনেশন শুরু করেছি। আমাদের সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ভ্যাকসিন নিয়েছেন। আমরাও ভ্যাকসিন নিব । আমাদের প্রত্যাশা আগামীকাল থেকে ২০০ এবং পরশু থেকে ৪০০ করে প্রতিটি সেন্টারে করোনার ভ্যাকসিনেশন দিব।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করতে চাই আমরা কিন্তু একটি হটস্পটের মধ্যে আছি। প্রত্যেকে রেজিস্ট্রেশন করুন। কোভিডের টিকা নিন। এই টিকাটি অত্যন্ত নিরাপদ। এ পর্যন্ত যারা নিয়েছেন তাঁরা সবাই সুস্থ আছেন। সকলকে আহ্বান জানাবো বিশেষ করে যারা ফ্রন্টফাইটার এবং সাধারণ মানুষ ৫৫ বছরের উপরে। তাঁরা সহজেই রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশনের আওতায় আসতে পারবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, করোনা ফোকাল পার্সন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ৩০০ শয্যা হাসপাতালের আবাসীক মেডিকেল অফিসার ডা. সামসুজ্জোহা সঞ্চয় প্রমূখ।
Discussion about this post