মাসের প্রথম সপ্তাহে ফেসবুক পেজে কন্যা আলাইনা হাসান অব্রির একটি ছবি পোষ্ট করেছিলেন সাকিব আল হাসান। আলাইনার হাতে ছোট্ট শিশুর জামা। তাতে লেখা ‘ওয়েলকাম হোম’। চোখ বন্ধ করে আলাইনা প্রকাশ করছে উচ্ছ্বাস। শিরোনামে লেখা ‘বিগ সিস্টারহুড’। সেই আগমনী বার্তার সুখবরটি এলো শুক্রবার। দ্বিতীয় কন্যার বাবা হয়েছেন সাকিব
শুক্রবার যুক্তরাষ্ট্রে সাকিব ও উম্মে আহমেদ শিশির দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয়বার কন্যা সন্তানের বাবা হয়েছেন টাইগারদের বিশ্বসেরা ক্রিকেটার।
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল সাকিবকে। সেখানে দুই সপ্তাহ কাটিয়ে উইসকনসিনের ম্যাডিসন শহরে নিজের পরিবারের কাছে ফিরে আগমনী সুসংবাদটি দিয়েছিলেন।
২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী শিশিরকে বিয়ে করেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এ তারকা। ২০১৫ সালের ৮ নভেম্বর তার স্ত্রী’র কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা।
Discussion about this post